জেলা

দক্ষিণ ২৪ পরগণার জীবনতলায় অসামাজিক কাজে বাধা, গুলিবিদ্ধ ৩ তৃণমূলকর্মী

দক্ষিণ ২৪ পরগণাঃ দক্ষিণ ২৪ পরগণার জীবনতলায় অসামাজিক কাজে বাধা দেওয়ায় ৩ জন তৃণমূলকর্মীকে গুলিবিদ্ধ হতে হল। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতাল ও পরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের পায়ে, বুকে গুলি লেগেছে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।  ঘটনাটি ঘটে গতকাল রাত ৮টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার দাহারানী গ্রামে। গুলিবিদ্ধ ওই ৩ জন হলেন, মাজেদ আলি গাজী, মুসলিম আলি মোল্লা ও আলমগীর গাজি। জানা গিয়েছে, অসামাজিক কাজে বাধা দিতে গেলে তাঁদের উপর এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে। স্থানীয় সূত্রে খবর,  এদিন রাত ৮টা নাগাদ এলাকার তৃণমূল কর্মীরা খবর পায়, পেশায় ভ্যানচালক চালক কুতুবউদ্দিন শেখের বাড়িতে কিছু দুষ্কৃতী আশ্রয় নিয়েছে। সোমবার রাতে ওই দুষ্কৃতীর দল গ্রামে ঢুকে অসামাজিক কাজকর্ম করারও চেষ্টা করে। খবর পেয়েই গ্রামবাসীদেরকে সঙ্গে নিয়ে এলাকায় যান এই ৩ জন। কিন্তু সেখানে ছিল না দুষ্কৃতীরা। এরপর কুতুবউদ্দিনের মাছের ভেরির দিকে যান তাঁরা।  সেই সময় তাঁদের জিজ্ঞাসাবাদ করাতেই আচমকা তাঁদেরকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। স্থানীয়রা তাদের ধরে ফেলে। এরপর খবর যায় পুলিসে। ওই ৩জনকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। পুলিস গোটা ঘটনার তদন্ত করছে জীবনতলা থানার পুলিস। পাশাপাশি, কেন তাঁরা গত ৭ দিন ভ্যানচালক কুতুবউদ্দিনের বাড়িতে আশ্রয় নিয়েছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।