জ্যৈষ্ঠ মাসের শুক্ল চতুর্থী তিথিতে উমা চতুর্থী ব্রত পালন করা হয়। চতুর্থী তিথির অধিষ্ঠাতা দেবতা বা অধিদেবতা গৌরীপুত্র শ্রীগণেশ।তাই একে বিনায়ক চতুর্থীরও বলা হয়। উমা চতুর্থী ব্রত সাধারণত মহিলাদের ব্রত। পূর্ব ভারতের বিবাহিত বা অবিবাহিত মহিলারা এই ব্রত পালন করেন। সারা দিন উপবাস থেকে সন্ধ্যায় দেবী উমার (গৌরী) পূজা করে উপবাস ভঙ্গ করা এই ব্রতের রীতি। শাস্ত্রমতে এই ব্রত পালনে মহিলাদের স্বামী সুখ এবং সুখী বিবাহিত জীবন লাভ হয়। ৩০ মে, বাংলার ১৫ জ্যৈষ্ঠ শুক্রবার উমা চতুর্থী ব্রত।
জেনে নিন শুভ সময় –
জ্যৈষ্ঠ, শুক্লপক্ষ চতুর্থী শুরু হয় – মধ্যরাত ১ টা ৩০ মিনিট। (৩০মে,২০২৫)
জ্যৈষ্ঠ, শুক্লপক্ষ চতুর্থী শেষ – রাত ১টা ৪২মিনিট। (৩১ মে,২০২৫)
মাগেন্দ্র যোগ – ভোর ৫টা ৪৯মিনিট থেকে সকাল ৬টা ৪২মিনিট / সকাল ৯টা ২৪ মিনিট থেকে ১০টা ২৮ মিনিট।
অমৃত যোগ – দুপুর ১২টা ৬ মিনিট থেকে দুপুর ২টো ৪৭মিনিট / রাত ৮টা ২৯ থেকে মধ্যরাত ১২টা ৪২ মিনিট / মধ্যরাত ২টো ৪৮ মিনিট থেকে ভোররাত ৩টে ৩০মিনিট ।