বনগাঁ পৌরসভা উপনির্বাচনে ভোট লুঠের অভিযোগে তৃণমূল-বিজেপির হাতাহাতির ছবি আগেই উঠে এসেছে ৷ এ বার পুনর্নির্বাচনের দাবিতে এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করল বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার নেতৃত্ব ৷ বনগাঁ উত্তর ও দক্ষিণের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া এবং স্বপন মজুমদারও রাস্তা অবরোধে সামিল হয়েছেন ৷ রয়েছেন ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী অরূপ কুমার পাল ৷ অন্যদিকে আসানসোলের জামুড়িয়ার উপনির্বাচনকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, এদিন উপনির্বাচন চলাকালীন তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিজেপির কর্মী সমর্থকরা স্লোগান দেন “গরু চোর গরু চোর” ৷ তৃণমূল কংগ্রেস কর্মীরাও পালটা জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই দু’নম্বর জাতীয় সড়কের জেকে নগর মোড় এলাকায় বিজেপি কর্মী সমর্থকদেরকে নিয়ে পথ অবরোধ করতে যান ৷ তা নিয়েই তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতি । দুই পক্ষের মধ্যে মারধর চলে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটাস্থলে উপস্থিত হন আসানসোল দুর্গাপুর কমিশনারের পুলিশ বাহিনী