কলকাতা

রাজ্যসভার নির্বাচন নিয়ে আগামীকাল বৈঠক ডাকল তৃণমূল, বিধায়কদের তলব বিধানসভায়

রাজ্যে পঞ্চায়েত ভোটের পরদিন রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক ডাকল তৃণমূল কংগ্রেস। রবিবার হতে চলা ওই বৈঠকে দলের সমস্ত বিধায়ককে ডাকা হয়েছে জোড়াফুল শিবিরের তরফে। সূত্রের খবর, আগামী ১২ জুলাই রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দেবেন দলের প্রার্থীরা। রবিবার খোলা থাকবে বিধানসভা। ওইদিন তৃণমূল পরিষদীয় দলের তরফে সব বিধায়ককে হাজির থাকতে বলা হয়েছে। রাজ্যসভা প্রার্থীর মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করতে বিধানসভায় আসতে বলা হয়েছে বিধায়কদের। রবিবার বিধানসভায় উপস্থিত থাকার কথা রয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির। কলকাতা থেকে দূরবর্তী জেলাগুলির বিধায়করা শনিবার পঞ্চায়েত ভোট সামলে রবিবার নাও আসতে পারেন। আর সেই কারণে তাঁদেরকে ১২ তারিখ সকালে আসতে বলা হয়েছে। উল্লেখ্য আগামী ২৪ জুলাই রাজ্যের ৬টি আসনে রাজ্যসভার ভোট। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সাংসদ লুইজিনহো ফেলেইরোর পদত্যাগের ফলে শূন্য হওয়া আসনেও উপনির্বাচন হবে। ওই নির্বাচনের জন্য দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যার ফলে সাতটি আসনের মধ্যে ছয়টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জয় নিশ্চিত। বাকি আসনটি পাবে বিজেপি। কংগ্রেস ফের শূন্য হয়ে যাচ্ছে।