কলকাতা ভাইরাল

‘বাংলা-বিরোধী’ চক্র ! Republic, ABP, TV9 – এই ৩ নিউজ চ্যানেলকে বয়কট তৃণমূলের, অনুষ্ঠানে যাবেন না কোনও মুখপাত্র

তৃণমূল কংগ্রেস জানাল, তিন প্রথমসারির নিউজ চ্যানেলকে বয়কট করছে তারা ৷ রবিবার সন্ধেয় বিবৃতি দিয়ে তৃণমূল জানিয়ে দিল, ওই তিন নিউজ চ্যানেলে আর প্রতিনিধি পাঠাবে না দল ৷ শাসক শিবিরের দেওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘‘অবিরাম বাংলা বিরোধী সংবাদ প্রচারের কারণে কিছু নির্দিষ্ট বেসরকারি গণমাধ্যম (Republic, ABP, TV9) মুখপাত্রদের না-পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ দিল্লির জমিদারদের সন্তুষ্ট করার জন্য তাদের বাধ্যবাধকতা রয়েছে ৷ তদন্ত এবং বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে তাদের প্রচার নেতিবাচক । আমরা পশ্চিমবঙ্গের মানুষকে স্পষ্ট করে জানাচ্ছি এবং অনুরোধ করছি, আলোচনা বা বিতর্কের সময় এই চ্যানেলগুলিতে কোনও বিতর্ক বা শো চলাকালীন আমাদের দলীয় সমর্থক হিসেবে চিত্রিত ব্যক্তিদের দ্বারা বিভ্রান্ত হবেন না ৷ এধরণের কাউকে দেখা গেলেও তাঁরা দলের দ্বারা অনুমোদিত নন ৷ আমাদের দলের অবস্থানের প্রতিনিধিত্ব তাঁরা করেন না। বাংলার মানুষ ধারাবাহিকভাবে এই বাংলা বিরোধী গোষ্ঠীকে প্রত্যাখ্যান করেছে এবং সর্বদা মিথ্যা প্রচারের পরিবর্তে সত্যকে বেছে নিয়েছেন ৷’’ তৃণমূলের দেওয়া ওই বিবৃতিতে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির কথা বলা হলেও আরজি কর কাণ্ডের কোনও উল্লেখ নেই ৷ যদিও রাজনৈতিক মহল বলছে, আরজি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনায় ক্রমাগত প্রতিবাদ চলছে ৷ ঘটনার পর ২৩দিন পেরিয়ে গেলেও প্রতিবাদ কমার লক্ষণ নেই ৷ রোজ বিভিন্ন টিভি নিউজ চ্যানেলের টক শো’তে অস্বস্তির মুখে পড়তে হতে হচ্ছে তৃণমূলের মুখপাত্রদের ৷ এমতাবস্থায় এমনই সিদ্ধান্ত নিল শাসকদল ৷