‘মাথা গরম’ বলেই পরিচিত বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (DILIP GHOSH)। তাঁকেই ঠাণ্ডা জল এবং ওআরএস উপহার দিলেন তৃণমূলকর্মীরা। উপহার পেয়ে হাসি মুখে ধন্যবাদও জানালেন বিজেপি সাংসদ। তীব্র গরমেই ঘুরছিলেন দিলীপ। দেখছিলেন দলের প্রার্থীদের মনোনয়ন কেমন হচ্ছে। লক্ষ্য রাখছিলেন, বিজেপি প্রার্থীদের কোনও অসুবিধায় পড়তে হচ্ছে কি না। এমনই এক সময়ে তাঁর দিকে হাসি মুখে এগিয়ে এলেন তৃণমূলের দু’ই কর্মী অসিত ঘোষ এবং অতনু সিংহ। উপহার দিলেন জল- ওআরএস। উপহার পর্বের পরে চলেছিল খানিক গল্প। একটু দূরেই ছিলেন জেলা তৃণমূলের যুব সভাপতি সন্দীপ সিংহ।