শিক্ষক নিয়োগ কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে দলের ভাবমূর্তি অনেকটাই ধাক্কা খেয়েছে। নতুন করে যাতে অস্বস্তিতে না পড়তে হয়, তার জন্য বুধবার তৃণমূল বিধায়কদের সতর্ক করলেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিমরা। স্পষ্ট জানিয়ে দিলেন, ‘শৌখিন জীবনযাপন থেকে বিরত থাকতে হবে। কোনও বিতর্কে জড়ানো যাবে না। ক্ষমতার অপব্যবহার করে যদি কেউ নিজের স্বার্থ চরিতার্থ করেন, সে ক্ষেত্রে দল তাঁর অপকর্মের দায়ভার নেবে না। কোনও ভুল করলে সেই দায় ওই বিধায়ককেই নিতে হবে।’ বুধবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন। প্রথম
দিন শোকপ্রস্তাবের পরেই অবশ্য বিধানসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পরে নৌসের আলি কক্ষে তৃণমূল বিধায়কদের নিয়ে বিশেষ বৈঠকে বসেছিলেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়রা। শাসকদলের বিধায়কদের জানিয়ে দেওয়া হয়েছে, বিধানসভা অধিবেশনের প্রতিদিন হাজিরা দিতে হবে। কোনও জরুরি কাজ ছাড়া বিধানসভা চলাকালীন কলকাতা ছেড়ে যাওয়া যাবে না। কোনও বিধায়ক শহর ছাড়লে আগেভাগে পরিষদীয় দলকে জানাতে হবে। বিশেষ অধিবেশনে কমপক্ষে ছয় থেকে সাতটি বিল আনা হবে। সব ক’টি বিলেই ভোটাভুটির সময় বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক।’