দেশ

পুলওয়ামার হামলা নিয়ে মোদি সরকারকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের মহুয়া মৈত্র

পাকিস্তানকে জবাব একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই দিতে পারেন এমন কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে করা সম্ভব নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই মন্তব্যের পর এখনও কাটেনি ২৪ ঘণ্টা ৷ তার মধ্যেই পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলা নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করলেন মহুয়া মৈত্র ৷ তৃণমূল কংগ্রেসের এই সাংসদ এদিন হাতিয়ার করেছেন জম্মু ও কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিকের বক্তব্য ৷ মহুয়ার অভিযোগ পুলওয়ামার হামলার জন্য বিজেপিই দায়ী ৷শুক্রবার এই নিয়ে তিনটি টুইট করেছেন কৃষ্ণনগরের সাংসদ ৷ প্রথম টুইটে তিনি লিখেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক জানিয়েছেন যে সরকারের গাফিলতির জন্য 40 জন জওয়ান সেদিন পুলওয়ামায় শহিদ হয়েছিলেন ৷ সিআরপিএফ স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে 5টি এয়ারক্রাফট চেয়েছিল ৷ কারণ এতবড় কনভয়ে জওয়ানদের নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ ছিল ৷ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক সেই অনুরোধ ফিরিয়ে দেয় ৷ওই টুইটে মহুয়া আরও লিখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মালিককে এই নিয়ে চুপ করে থাকতে নির্দেশ দিয়েছিলেন ৷ অথচ পুলওয়ামার ঘটনার ফায়দা বিজেপি পুরোপুরি নিয়েছিল 2019 সালের লোকসভা ভোটে ৷পরের টুইটে একটি ভিডিয়ো লিঙ্ক শেয়ার করেছেন মহুয়া ৷ তার সঙ্গে সত্যপাল মালিকের আরও দুটি বক্তব্য তুলে ধরেছেন ৷ তার মধ্যে প্রথমটি হল দুর্নীতির সঙ্গে প্রধানমন্ত্রী মোদির কোনও সম্পর্ক নেই ৷ কাশ্মীর সম্পর্কে তাঁকে সঠিক তথ্য দেওয়া হয়নি ৷ আর দ্বিতীয়টি হল আদানি কেলেঙ্কারির জন্যই বিজেপির পতন হবে ৷তৃতীয় টুইটে মহুয়া সত্যপাল মালিকের আরও দুটো সাক্ষাতকারের ছবি শেয়ার করেছেন ৷ ওই ছবি দিয়ে মহুয়া দাবি করেছেন পুলওয়ামার গাফিলতি কীভাবে ঢাকা হয়েছিল তা স্পষ্ট করে দিয়েছেন সত্যপাল ৷ তাছাড়া আরএসএসের লোকেরা কীভাবে আদানির হয়ে ঘুষ দিয়েছেন সেটাও সত্যপাল জানিয়েছেন ৷ প্রসঙ্গত২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে সন্ত্রাসবাদী হামলা হয় ৷ ৪২ জন জওয়ান নিহত হন ৷ ওই ঘটনার পর পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে জঙ্গি ঘাঁটিতে এয়ারস্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা৷ এই নিয়ে সেই সময় থেকেই বিজেপিকে নিশানা করে এসেছে বিরোধীরা ৷ পুলওয়ামার আসল সত্য গোপন করা হয়েছে বলেও অভিযোগ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ শুক্রবার সেই অভিযোগ আবার তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷