সংবিধানের অষ্টম তফসিলে গারো-খাসি ভাষার অন্তর্ভুক্তির দাবিতে সংসদ চত্বরে ধরনা তৃণমূলের। অসম-মেঘালয় সীমানা চুক্তি বাতিলের দাবিতেও সরব হয়েছে বাংলার শাসকদল। তৃণমূল কংগ্রেস টুইটে লিখেছে, ‘আজ, আমাদের নেতারা এবং সাংসদরা নয়াদিল্লিতে সংসদের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন। আমাদের দাবিগুলি হল- ভারতের সংবিধানের অষ্টম তফসিলে গারো এবং খাসি ভাষা অন্তর্ভুক্তিকরণ, অসম-মেঘালয় সীমানা চুক্তি বাতিল। মেঘালয় তৃণমূল কংগ্রেসের তরফে টুইটে লেখা হয়েছে, ‘অসম-মেঘালয় সীমানার সমস্যা দীর্ঘদিনের। বর্তমান সরকারের এই বিষয়ে নজর দেওয়া দরকার। অসম-মেঘালয় সীমানা চুক্তি মেঘালয়ের জনগণের আবেগকে গুরুত্ব দেয় না। অবিলম্বে এই চুক্তি বাতিল করা দরকার।’ মেঘালয়ের তৃণমূল বিধায়ক মুকুল সাংমা বলেন, অসম-মেঘালয় সীমানার সমস্যা বহুদিনের। মেঘালয়বাসীর কথা চিন্তা করে অবিলম্বে এই চুক্তি বাতিল করা উচিত।