দেশ

শুভেন্দুর দাবি ঘিরে কেন্দ্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি তৃণমূলের

এবার শাহকে চিঠি পাঠালো তৃণমূল। শুধু চিঠি পাঠানোই নয়, রীতিমত চ্যালেঞ্জ জানানো হয়েছে সেই চিঠিতে, অন্তত তৃণমূল সূত্রে তেমনটাই জানা গিয়েছে। যদি এই চিঠির জবাব না দেওয়া হয় বা জবাব যদি সন্তোষজনক না হয় তাহলে তৃণমূল পরবর্তী পদক্ষেপ হিসাবে সরাসরি মামলা দায়ের করবে অমিত শাহের বিরুদ্ধে। সেই মামলাতে জোড়া হবে শাহের প্রিয় শিষ্য তথা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে চলতি সপ্তাহেই শুভেন্দু দাবি করেছিলেন জাতীয় দলের তকমা হারানোর পর নাকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ৪ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে দলের জাতীয় তকমা ফেরানোর অনুরোধ জানান। এমনকি সেই তকমা ফেরানোর জন্য নাকি বাংলার মুখ্যমন্ত্রী শাহের পাও ধরেন। কিন্তু অমিত শাহ নাকি সাফ তাঁকে জানিয়ে দিয়েছিলেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা সবদিক খতিয়ে দেখেই নেওয়া হয়েছে। এ বিষয়ে কিছু করার নেই। শুভেন্দুর এই দাবি ঘিরেই এখন বিতর্কের মুখে পড়ে গিয়েছেন শাহ। একদিকে যেমন তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনিও নাকি নির্বাচন কমিশনকে দিয়ে তৃণমূলের জাতীয় দলের তকমা কেড়ে নেওয়ার ঘটনাটি ঘটিয়েছেন তেমনি অভিযোগ উঠেছে তাঁর মন্ত্রক বিরোধী নেতানেত্রীদের ফোন ট্যাপ করছে। এই বিষয়ে শাহের বক্তব্য জানতেই চিঠি পাঠিয়েছে তৃণমূল।উল্লেখ্য শুভেন্দু সিঙ্গুরের বুকে এই বিতর্কিত ঘটনা ঘটান চলতি সপ্তাহের মঙ্গলবার। আর ঠিক তার পরেরদিন নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন তিনি যদি এই ঘটনা ঘটিয়ে থাকেন আর যদি তা প্রমাণিত হয় তাহলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। কার্যত মুখ্যমন্ত্রীর এই ঘোষণাই এখন বিজেপিকে চাপে ফেলে দিয়েছে। গোটা ঘটনাই শুভেন্দুর ওপর চূড়ান্ত ক্ষুব্ধ শাহ।