কলকাতা

ভবানীপুরে টিএমসিপি-র গোষ্ঠীর সংঘর্ষ, আহত অ্যাডিশনাল ওসি

 সন্ধে ৭টা ১০ মিনিট নাগাদ ভবানীপুরে ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। তা থামাতে গিয়ে আক্রান্ত হলেন ভবানীপুর থানার পুলিস অফিসার। আশুতোষ কলেজ এবং শ্যামাপ্রসাদ মুখার্জী কলেজের তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল চাপান-উতোর। শনিবার সন্ধেয় শুরু হয় সংঘর্ষ। দু’পক্ষের মধ্যে শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ভবানীপুর থানার পাশের গলিতে। গোলমাল থামাতে গিয়ে আহত হন ভবানীপুর থানার অ্যাডিশনাল ওসি রাজীব সাউ। মাথায় চোট লেগেছে তাঁর। তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে। রাজীব সাউয়ের অবস্থা স্থিতিশীল।