দেশ

‘রাজ্যের পাওনা টাকা দিতে নিষেধ করেছে বঙ্গ বিজেপি সাংসদরা’, কেন্দ্রীয় মন্ত্রীর দফতর থেকে বেরিয়ে জানালেন অভিষেক

রাজ্যের পাওনা টাকা দিতে বঙ্গ বিজেপির সাংসদরা কেন্দ্রীয় মন্ত্রীকে নিষেধ করেছেন, বুধবার দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দফতর থেকে বেরিয়ে এমনই অভিযোগ করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । ১০০ দিনের কাজের টাকা-সহ একাধিক গ্রামোন্নয়ন প্রকল্পের টাকার দাবিতে এদিন দিল্লিতে কেন্দ্রীয় কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে সাক্ষাৎ করতে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সাংসদদের এক প্রতিনিধিদল। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী দফতরে না থাকায় সচিবকেই স্মারকলিপি দেন তাঁরা। স্মারকলিপি দিয়ে বেরিয়ে অভিষেক জানান, রাজ্য যাতে পাওনা টাকা না পায় সেই জন্য বিজেপির সাংসদরা দরবার করেছেন দফতরে। অভিষেক বলেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘আমরা পয়সা দিতে চাই, কিন্তু বাংলার বিজেপি সাংসদরা এসে টাকা না দেওয়ার জন্য বলেছে।’ বিজেপিকে নিশানা করে অভিষেক আরও বলেন, ‘দেশের জনতাকে আমি বলতে চাই, যে দলকে আপনারা ভোট দিয়েছেন তারা আপনাদের হকের টাকা আটকে দিয়েছে।’  এদিন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বলেন, ‘এভাবে সাধারণ মানুষের ন্যায্য পাওনা আটকে রাখা যায় না। প্রায় আড়াই বছর হতে চলল। আর অপেক্ষা নয়। আপনারা বলছেন, বেনিয়ম আছে। বেশ মেনে নিলাম বেনিয়ম আছে। কিন্তু সেটা কটা ক্ষেত্রে? যে যে ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠেছে সেগুলির তদন্ত হোক। বাকি টাকা ছেড়ে দেওয়া হোক।’ এদিন অভিষেকের সঙ্গে ছিলেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, প্রসূন বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ জহর সরকার, দোলা সেন, শান্তনু সেন প্রমুখ।