দেশ

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার নিয়ে বিরোধীদের মামলা খারিজ করল সুপ্রিমকোর্ট

ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার নিয়ে কংগ্রেস সহ ১৪ বিরোধী দলের দায়ের করা মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। আজ বুধবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বিরোধীদের দায়ের করা মামলা শুনতে রাজি হননি। বিচারপতিরা কঠোর ভাষায় বলেছেন, ‘রাজনৈতিক নেতাদের জন্য আলাদা নিয়ম তৈরি হতে পারে না।’ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ যেমন বিরোধীদের পক্ষে বড় ধাক্কা, তেমনই কর্নাটক বিধানসভা ভোটের আগে বিরোধীদের নিশানা বানানোর জন্য বড় হাতিয়ার পেয়ে গেল বিজেপি। আইনজীবীরা মনে করছেন, ‘শীর্ষ আদালতের এদিনের নির্দেশের পরে বিরোধী নেতাদের সবক শেখাতে আরও বেপরোয়া হয়ে ঝাঁপাবে ইডি-সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।’ গত ২৪ মার্চ কংগ্রেস-তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি সহ দেশের প্রধান ১৪টি বিরোধী দল ইডি-সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার বন্ধে হস্তক্ষেপ চেয়ে দেশের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছিল। ওই মামলা শুনতে রাজি হয়েছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এদিন মামলার প্রথম দিনের শুনানিতে বিরোধী দলগুলির আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘’সিবিআই এখনও পর্যন্ত ৮৮৫টি মামলার তদন্ত করেছে। তাতে মাত্র ২৩ জনের সাজা হয়েছে। মোদি সরকার ক্ষমতায় আসার পরে ইডি রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মোট ১২১টি মামলা রুজু করেছেন। তার মধ্যে ৯৫ শতাংশই বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত।’