কলকাতা

ভিড় সামাল দিতে সোমবার থেকে আরও ১৬টি মেট্রো চলবে

মেট্রোর ভিড় সামাল দিতে সোমবার থেকে আরও ১৬টি ট্রেন চলবে। জানিয়েছে কলকাতা মেট্রো। সকাল এবং সন্ধের দিকে ছ’মিনিট অন্তর চলবে মেট্রো। সাধারণ যাত্রীরাও শুক্রবার থেকে চড়তে পারছেন মেট্রোয়। ভিড়ও বাড়ছে। তাই সোমবার থেকে আরও ১৬টি মেট্রো বাড়ানো হবে। আপ ও ডাউন মিলিয়ে ১৯২টির বদলে মোট ২০৮টি মেট্রো চলবে। তবে, পরিষেবা শুরুর সময়ের ক্ষেত্রে কোনও বদল আসেনি। দমদম ও কবি সুভাষ থেকে সকাল ৮ টাতেই প্রথম মেট্রো ছাড়বে। আজ, শুক্রবার স্মার্টকার্ড নিয়ে সাধারণ যাত্রীরাও মেট্রোয় উঠেছেন। করোনা বিধি ও দূরত্ব মেনে চলার কথা বলা হলেও সেই নিয়ম মেনে চলার কোনও বালাই নেই যাত্রীদের। মেট্রোয় যেখানে আসনে ৪ জন করে বসার কথা উল্লেখ করা হয়েছে, সেখানে ৭ জন করে বসছেন। একটা সিট অন্তর ক্রশ চিহ্ন দেওয়া হয়েছে। তা যাত্রীরা কেউ মানছেন না।