কলকাতা

আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

আজ রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টিপাতের সতকর্তা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গ তো বটেই তাল মিলিয়ে উত্তরবঙ্গের একাধিক জেলায় এই বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে। আগেই হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছিল চলতি সপ্তাহ জুড়েই বৃষ্টিপাত হবে। যার ফলে আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুত্‍ সহ প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আগামীকাল পর্যন্ত এই সতকর্তা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুত্‍-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে। আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সর্বত্রই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ায় বিদ্যুত্‍ চমকানোর আশোঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হলেও বাতাসে আপেক্ষিক আদ্রতার জন্য অস্বস্তি বজায় থাকবে। সারাদিন মেঘলা আকাশ থাকবে কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলে।