বিনোদন

অসুস্থ টলিউডের পরিচালক নন্দিতা রায়, ভর্তি হাসপাতালে

 অসুস্থ টলিউডের অন্যতম ব্যস্ত পরিচালক নন্দিতা রায়। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন তিনি। আজ ১২ মে শুক্রবার মুক্তি পেয়েছে নন্দিতা এবং শিবপ্রসাদ প্রযোজিত বহু প্রতীক্ষিত ছবি ‘ফাটাফাটি’। দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় প্রেক্ষাগৃহে ছিল ছবির বিশেষ প্রদর্শনী। কিন্ত উপস্থিত হতে পারেননি তিনি। তখন থেকেই পরিচালকের অনুপস্থিতিতে শুরু হয়েছিল কানাঘুষো। ঘনিষ্ঠ সূত্রের খবর ছিল, ধুম জ্বরে তিনদিন ধরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। জ্বর না কমায় তাঁকে তড়িঘড়ি ভর্তি করানো হয় শহরের বেসরকারি হাসপাতালে। তবে ভয়ের কিছু নেই বলেই চিকিৎসকেরা জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জা হয়েছে নন্দিতার। আগের থেকে অনেকটা ভাল আছেন তিনি।