আগামীকাল অর্থাৎ ২ জুলাই থেকে পর্যটকদের স্বাগত জানাতে তৈরি গোয়া। আজ একথা ঘোষণা করলেন গোয়া ট্যুরিজম মন্ত্রী মনোহর আজগাঁওকর। ইতিমধ্যেই গোয়ার ২৫০ টি হোটেলকে ‘পর্যটক-সেবা’-র জন্য মান্যতা দেওয়া হয়েছে। গোয়া, দেশের মধ্যে জনপ্রিয় পর্যটনস্থানগুলির মধ্যে অন্যতম। তবে আন্তর্জাতিক পর্যটকদের গোয়া প্রবেশে এখনও ছাড়পত্র মেলেনি। রাজ্যের ক্যাবিনেট মিটিংয়ে বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দিষ্ট নিয়ম-নির্দেশিকা মেনে ২৫০ টি হোটেলকে পরিষেবা শুরু করার ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে সমস্ত পর্যটকদের আগেভাগে হোটেল বুক করার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটন মন্ত্রকের তরফে পর্যটকদের সমস্ত নথি-পত্র খতিয়ে দেখা হবে। এরপরই হোটেলে থাকার ক্ষেত্রে তাদের অনুমতি দেওয়া হবে। সমস্ত পর্যটকদের সঙ্গে থাকতে হবে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট কিংবা তা যদি না থাকে তাহলে রাজ্যে প্রবেশের আগে সীমান্তে তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদেরকে যতক্ষণ পর্যন্ত টেস্টের রেজাল্ট আসছে।