ফের দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই ট্রেন ৷ সাতসকালে ছত্তিশগড়ে রেলের ট্র্যাকের উপর পড়ে থাকা একটি বটগাছের সঙ্গে ধাক্কা লাগায় নেমে এল বিপত্তি ৷ দুর্ঘটনায় ট্রেনের চালক আহত হলেও যাত্রীরা নিরাপদে আছেন ৷ শুক্রবার সকালে ডালিঝরা থেকে আন্তাগড় যাওয়ার পথে যাত্রীবাহী ট্রেনটি ভানুপ্রতাপপুরের আগে মুল্লে ক্যাম্পের কাছে দুর্ঘটনার কবলে পড়ে । ভোর তখন চারটে ৷ যাত্রীরা অঘোর ঘুমে ৷ ঠিক তখনই বিরাট ঝাঁকুনি ৷ মুল্লে ক্যাম্পের কাছে যাওয়ার সময় একটি বিরাট বটগাছের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির । মনে করা হচ্ছে, বৃষ্টির জেরে রেললাইনের উপর ভেঙে পড়েছিল সেই বটগাছ । যার জেরে ট্রেনটি ওই গাছের সঙ্গে ধাক্কা খায় । জোরালো ধাক্কায় ট্রেনের ইঞ্জিনের দুটি চাকা ট্র্যাক থেকে ছিটকে বেরিয়ে যায় ৷ এর ফলে ট্রেনের ইঞ্জিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । রেলপথে যে বিদ্যুসংযোগ ছিল, তাও ছিন্ন হয়ে যায় ৷ এই দুর্ঘটনায় ট্রেনের চালক আহত হয়েছেন । তাঁর নাম পবন কুমার ট্যান্ডন । তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা ৷ যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধারকাজ শুরু হয় । যাত্রীরা সবাই নিরাপদেই রয়েছেন বলে জানা গিয়েছে ৷ এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে রেল । রেলের ট্র্যাকের উপর ভেঙে পড়া বটগাছটি সরানো হচ্ছে । বৃষ্টি ও বন্যার কারণে রাতে ট্র্যাকের উপর গাছটি ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে ৷ ট্রেন দুর্ঘটনার পর ওই ট্র্যাকে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় । দ্বিতীয় যাত্রীবাহী ট্রেনটি ডালিঝরা থেকে রায়পুরে পাঠানো হয়েছে । রেল যাত্রীদের সুবিধা ও চাহিদার কথা মাথায় রেখে রেলওয়ে প্রশাসন ডালিঝরা-কেবতী-রায়পুর ডেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন আন্তাগড় স্টেশন পর্যন্ত বাড়িয়েছে ।