অবশেষে চাপে পড়ে শনিবার সন্ধ্যায় শিয়ালদহ মেন শাখায় ট্রেন বাতিলের সিদ্ধান্ত স্থগিত রাখল পূর্ব রেল। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানান আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে পহেলা মার্চ পর্যন্ত শিয়ালদহ ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর কার্যত চাপে পড়ে সন্ধ্যায় সেই সিদ্ধান্ত থেকে কিছু করতে বাধ্য হল পূর্ব রেল । মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় না রেখে প্রকার একতরফাভাবেই শনিবার দুপুরে শিয়ালদহ- রানাঘাট এবং শিয়ালদহ- নৈহাটি শাখায় একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিল পূর্ব রেল কর্তৃপক্ষ। তারপর এ বিষয়ে চারদিকে নিন্দার ঝড় ওঠার পরি তড়িঘড়ি সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় পূর্ব রেল। প্রসঙ্গত আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এদিকে রেল লাইনে কাজের দরুন ২০ শে ফেব্রুয়ারি থেকে পহেলা মার্চ পর্যন্ত নৈহাটি-রানাঘাট শাখায় তৃতীয় লাইনের কাজের জন্য ২২২টি লোকাল ট্রেন শিয়ালদহ মেন শাখায় বাতিল করার কথা ঘোষণা করে রেল কর্তৃপক্ষ । এর ফলে নিত্যযাত্রীদের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীরা দুর্ভোগের সম্মুখীন হত। শনিবার পূর্ব রেলের পক্ষ থেকে দুপুরে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, ২০ ফেব্রুয়ারী থেকে ১ মার্চের মধ্যে বাতিল করা হচ্ছে বেশ কিছু ট্রেন। ২০-২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই শাখায় চলা মোট ২২২টি লোকাল ট্রেনের মধ্যে বাতিল হবে ২৫ জোড়া ট্রেন। ২৫ ফেব্রুয়ারী থেকে ১ মার্চ তারিখের মধ্যে বাতিল হবে ২১ জোড়া লোকাল ট্রেন। ২০-২৪ ফেব্রুয়ারির মধ্যে বাতিল হবে ৪ জোড়া এক্সপ্রেস ট্রেনও। বাতিল থাকবে আসানসোল ইন্টারসিটি, সিউড়ি মেমু, জঙ্গিপুর রোড এক্সপ্রেস, মা তারা এক্সপ্রেস। রুট পরিবর্তিত হবে ৬ জোড়া এক্সপ্রেস ট্রেনের। শিয়ালদহ থেকে রাজধানী এক্সপ্রেসকে ডানকুনি স্টেশন ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। নৈহাটি -রানাঘাট শাখায় তৃতীয় লাইনে কাজ হওয়ার দরুন এই একাধিক ট্রেন শিয়ালদা মেন শাখায় বাতিল থাকছে। তৃতীয় লাইনের এই মেরামতির কাজ সম্পূর্ণ হলে ওই শাখায় পয়লা মার্চের পর থেকে ট্রেন পরিষেবা উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন পূর্ব রেলে আধিকারিকরা। কিন্তু এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের তা বাতিল বলে জানানো হয় পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক এর পক্ষ থেকে। ফলে দুশ্চিন্তার কালো মেঘ থেকে মুক্ত হন মাধ্যমিক পরীক্ষার্থীরা।