দেশ

অবশেষে বিতর্কের অবসান, আগামী ২২ ফেব্রুয়ারি দিল্লির মেয়র নির্বাচন

অবশেষে বিতর্কের অবসান ঘটিয়ে আগামী বুধবার ২২ ফেব্রুয়ারি দিল্লির মেয়র নির্বাচন হতে চলেছে।মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সুপারিশ মেনে নিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা । ওই দিন মেয়র, ডেপুটি মেয়র ও স্ট্যান্ডিং কমিটির ছয় জন সদস্য নির্বাচিত হবেন। অরিবন্দ কেজরিওয়াল শনিবার লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি লিখে অনুরোধ করেন যে, বুধবার মেয়র নির্বাচন করা হোক। আপের মেয়র পদপ্রার্থী শেলী ওবেরয়  এর আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তিনি আবেদন করেছিলেন, দিল্লির মেয়র নির্বাচন যেন দ্রুত করা হয়। আপের দাবি, তাতে ২৪ ঘণ্টার মধ্যে পুরসভার প্রথম মিটিংয়ের জন্য নোটিশ দিতে বলা হয়েছে। সেখানে মেয়র নির্বাচনের জন্য দিন ঠিক করতে হবে বলা হয়। এবং বলা হয়, দিল্লির লেফটেন্যান্ট জেনারেলের মনোনীত সদস্যরা ভোট দিতে পারবেন না। যা নিয়ে বিতর্ক চলছিল। দিল্লি পুরসভা আইন অনুযায়ী, পুর কর্তৃপক্ষকে নির্বাচন হওয়া ও মেয়র বাছাইয়ের পর এক মাসের মধ্যে বৈঠকে বসতে হয়। ৪ ডিসেম্বর নির্বাচন হওয়ার পর তিনবার কোনও না কোনও কারণ দেখিয়ে মেয়র নির্বাচন ভেস্তে গিয়েছে। পুর নির্বাচনের পর প্রথমবার মেয়র নির্বাচনের দিন ঠিক করা হয়েছিল ষষ্ঠ জানুয়ারি। কিন্তু, বিজেপি ও আপ সদস্যদের গণ্ডগোলের জেরে তা ভেস্তে যায়। ২৪ জানুয়ারি ফের তা ভেস্তে যায়।