দেশ

বিভিন্ন রুটে বাতিল একাধিক ট্রেন

নর্থ ইস্টার্ন রেলওয়ের বুরওয়াল-সুন্ধিয়ামাও স্টেশনের মধ্যে প্রি নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিং কাজ এবং বিভিন্ন পরিকাঠামোমূলক ও সুরক্ষা সম্পর্কিত কাজের জন্য এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অন্তর্গত বামুনিগাঁও ও ধুপধরার মধ্যে ডাবল লাইন চালু করার জন্য কয়েকটি ট্রেন বাতিল ও পথ পরিবর্তন করা হয়েছে।

১১ ও ১৮ অক্টোবর, ২০২৩ তারিখে ০৪৬৫৪নং. (অমৃতসর জং.-নিউ জলপাইগুড়ি) কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।

১৩ ও ২০ অক্টোবর, ২০২৩ তারিখে ০৪৬৫৩নং. (নিউ জলপাইগুড়ি-অমৃতসর জং.) কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।

১৪ অক্টোবর, ২০২৩ তারিখে ০৫৭৩৪নং. (কাটিহার-অমৃতসর জং.) এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।

১৬ অক্টোবর, ২০২৩ তারিখে ০৫৭৩৩নং. (অমৃতসর জং.-কাটিহার) এক্সপ্রেস ও ১৫০৭৮নং. (গোমতি নগর-কামাখ্যা) এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

১৭ অক্টোবর, ২০২৩ তারিখে ১৫০৭৭নং. (কামাখ্যা-গোমতি নগর) এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

১৫ অক্টোবর, ২০২৩ তারিখে ১৫৬৫৫নং. (কামাখ্যা-শ্রী মাতা বৈষ্ণদেবী কাতরা) এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

১৮ অক্টোবর, ২০২৩ তারিখে ১৫৬৫৬নং. (শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা-কামাখ্যা) এক্সপ্রেস ও ১২৪০৭নং. (নিউ জলপাইগুড়ি-অমৃতসর জং.) কর্মভূমি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

১৩ অক্টোবর, ২০২৩ তারিখে ১২৪০৮নং. (অমৃতসর জং.-নিউ জলপাইগুড়ি) কর্মভূমি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

১০ থেকে ১৭ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত ০৫৮০৩নং. (নিউ বঙাইগাঁও-গুয়াহাটি) প্যাসেঞ্জার স্পেশাল, ০৫০২০নং. (গুয়াহাটি-মেন্দিপাথার) প্যাসেঞ্জার স্পেশাল, ০৫০১৯নং. (মেন্দিপাথার-গুয়াহাটি) প্যাসেঞ্জার স্পেশাল, ১৫৬০২নং. (গুয়াহাটি-ধুবড়ি) এক্সপ্রেস, ১৫৭৫৩/১৫৭৫৪নং. (আলিপুরদুয়ার-গুয়াহাটি-আলিপুরদুয়ার) শিফুং এক্সপ্রেস ও ১৫৭৬৯/১৫৭৭০নং. (আলিপুরদুয়ার-লামডিং-আলিপুরদুয়ার) ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল থাকবে।