মথুরা স্টেশনে লাইনচ্যুত হয়ে হঠাৎ প্ল্যাটফর্মে উঠে পড়ল ট্রেন! ক্ষতিগ্রস্ত হল স্টেশনের একাংশ। যদিও ঘটনায় হতাহতের খবর নেই। কিন্তু প্ল্যাটফর্মের উপর ট্রেন উঠে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। রেল সূত্রে, মঙ্গলবার রাত সাড়ে ১০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ট্রেনটি দিল্লি থেকে আসছিল। সমস্ত যাত্রীরা নেমে যাওয়ার পর, আচমকা লাইনচ্যুত হয়ে প্ল্যাটফর্মে উঠে পড়ে ট্রেনটি। ধাক্কা লাগে সামনের ইলেকট্রিক পোলে। এর ফলে প্ল্যাটফর্মের ওই অংশটি ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় ইলেকট্রিক পোলটিও। এক মহিলা যাত্রীর ইলেকট্রিক শক লাগে। যদিও প্রাথমিক চিকিৎসার পর তিনি স্থিতিশীল। কীভাবে ঘটনাটি ঘটল, তা ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে রেল। আপ লাইনে ট্রেনের চলাচল সাময়িক ভাবে ব্যাহত হয়।