আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ পরীক্ষার্থীদের সুবিধার্থে বেশ কিছু স্টেশনে লোকাল ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল ৷ শুক্রবার পূর্ব রেলের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ নির্দেশিকা অনুযায়ী পরীক্ষার কদিন সকাল ৮ টা থেকে ১০টা পর্যন্ত এবং দুপুর ১টা ১৫ মিনিট থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত শিয়ালদা-রানাঘাট রুটের পলতা, জগদ্দল,কাঁকিনাড়া এবং পায়ারাডাঙ্গা স্টেশনে লোকাল ট্রেন দাঁড়াবে । এছাড়া বারাসত-বনগাঁ রুটে সংহতি স্টেশনে ট্রেন দাঁড়াবে । নির্দেশিকা অনুয়ায়ী, ২, ৪, ৫, ৬, ৮, ৯, ১১, ১৩, ১৪, ২৫ ও ২৬ এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষার এই 11দিন নিম্নলিখিত লোকাল ট্রেনগুলো নির্দিষ্ট কয়েকটি অতিরিক্ত স্টেশনে দাঁড়াবে । ৩১৮১৯ শিয়ালদা – কৃষ্ণনগর সিটি লোকাল পলতা, জগদ্দল, কাঁকিনাড়া এবং পায়ারাডাঙ্গা স্টেশনে দাঁড়াবে । যথাক্রমে সকাল ৮টা ২৩ মিনিট, ৮টা ৩২ মিনিট, ৮টা ৪৩ মিনিট এবং ৯টা ২৯ মিনিটে এই স্টেশনগুলিতে এই ট্রেন দাঁড়াবে ৷ ৩১১১১ শিয়ালদা–কাটোয়া লোকাল জগদ্দল এবং কাঁকিনাড়া স্টেশনে সকাল ৮টা ৫৭ মিনিটে ও সকাল ৯টার সময় দাঁড়াবে ৷ ০৪১৪০ রানাঘাট–শিয়ালদা লোকাল কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশন থেকে যথাক্রমে সকাল ৮টা ১৫ মিনিট, ৮টা ১৮ মিনিট ও ৮টা ২৮ মিনিটে ছাড়বে ৷ ৩১১৮১৮ কৃষ্ণনগর সিটি –শিয়ালদা লোকাল জগদ্দল এবং পলতা স্টেশন থেকে সকাল ৮টা ২৪ মিনিট ও ৮টা ৩৫ মিনিটে ছাড়বে ৷ ৩১৯১৬ গেদে–শিয়ালদা লোকাল কাঁকিনাড়া এবং জগদ্দল স্টেশনে ৮টা ৫৬ মিনিট ও সকাল ৯টায় দাঁড়াবে । ০৩১১৬ লালগোলা-শিয়ালদা লোকাল কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশনে যথাক্রমে সকাল ৯টা ৮মিনিট, ৯টা ১১ মিনিট ও ৯টা ১৭ মিনিটে দাঁড়াবে । ০৩১৫২০ শান্তিপুর-শিয়ালদা লোকাল জগদ্দল স্টেশনে সকাল ৯টা ৫৫ মিনিটে দাঁড়াবে ৷ ৩৩৩৬২ বনগাঁ-বারাসত লোকাল সংহতি হল্টে দাঁড়াবে সকাল ৯টা ৫৬ মিনিটে ৷ ০৩১৮৩ শিয়ালদা-লালগোলা লোকাল পলতা, জগদ্দল, কাঁকিনাড়া এবং পায়রাডাঙ্গা স্টেশনে যথাক্রমে ১টা ১৩ মিনিটে, ১টা ২২ মিনিটে, ১টা ৩০ মিনিটে ও ২টো ১৬ মিনিটে দাঁড়াবে ৷ ৩১৫২৩ শিয়ালদা-শান্তিপুর লোকাল জগদ্দল স্টেশনে দাঁড়াবে দুপুর ১টা ৪৭ মিনিটে দাঁড়াবে । ০৩১৯৪ কলকাতা-লালগোলা লোকাল পলতা, জগদ্দল ও কাঁকিনাড়া স্টেশনে ২টো ৪৩ মিনিটে, ২টো ৫২ মিনিটে ও ২টো ৫৪ মিনিটে দাঁড়াবে ৷ ৩১৮২৪ কৃষ্ণগর সিটি -শিয়ালদা লোকাল জগদ্দল স্টেশনে ১টা ২৩ মিনিটে দাঁড়াবে । ০৩১৯০ লালগোলা–শিয়ালদহ লোকাল পায়রাডাঙ্গা, কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশনে যথাক্রমে দুপুর ১টা ২৩ মিনিট, দুপুর ২টো ১৩ মিনিট এবং দুপুর ২টো ২২ মিনিটে দাঁড়াবে । ০৩১৯৬ লালগোলা–শিয়ালদা কাঁকিনাড়া, জগদ্দল ও পলতা স্টেশনে যথাক্রমে দুপুর ৩টে ৯ মিনিট, ৩টে ১১ মিনিট এবং ৩টে ২০ মিনিটে দাঁড়াবে । ৩১৮২৮ কৃষ্ণনগর সিটি–শিয়ালদা লোকাল পায়রাডাঙ্গা স্টেশনে দুপুর ২টো ৫১ মিনিটে দাঁড়াবে ।