আগামী ১০ দিনের মধ্যেই শ্যামবাজার-এসপ্ল্যানেড রুটে ট্রাম চলাচল শুরু হতে পারে। রাজ্য পরিবহন দফতর সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আমফানের ধাক্কায় একাধিক জায়গায় ট্রামের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় সমস্যা দেখা দিয়েছিল। এমনকি সবক’টি রুটেই বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিষেবা বন্ধ করে দিতে হয়েছিল। লকডাউন শিথিল হওয়ার পরে ধাপে ধাপে মেরামতি শুরু হয়। কলকাতার মোট ছয়’টি রুটে বর্তমানে ট্রাম চলাচল করে। এর মধ্যে চারটি রুটে ইতিমধ্যেই পরিষেবা সচল হয়েছে। পরিবহন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘পরিবহন দফতরের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড রুটের ওভারহেড তার মেরামতির মুখ্য কাজ শেষ হয়েছে। তবে, সামান্য কিছু কাজ বাকি রয়েছে। আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে তা স্বাভাবিক হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক চললে আগামী দশ দনের মধ্যে ওই রুটে ট্রাম চলবে।’