জেলা

কুর্মিদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃতি করা হচ্ছে, অভিযোগ তুলে বনধের ডাক

 কুর্মিদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃতি করা হচ্ছে, সরকারি মদতে সিআরআই-র রিপোর্টের পরিবর্তনের মাধ্যমে কুর্মিদের এসটি তালিকাভুক্তকরণ করা হচ্ছে। এর প্রতিবাদে সরব হয়েছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। এই সংগঠনের তরফে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকেই সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে পালিত হচ্ছে বনধ। এদিকে আদিবাসীদের ডাকা বনধে এদিন সকাল থেকেই কোনও বেসরকারি বাস চলাচল করছে না। শুনসান বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড চত্বর। বেসরকারি বাস চলাচল না করার ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। এদিকে কিছু সরকারি বাস সকাল ৬টার আগে চলাচল করলেও তারপরে আর চলাচল করতে দেখা যায়নি। বনধ সফল করতে এদিন বালুরঘাট হিলি মোড়, থানা মোড় সহ জেলার বিভিন্ন এলাকায় পিকেটিং করতে দেখা যায় বনধ সমর্থনকারীদের। অপ্রীতিকর ঘটনা এড়াতে বালুরঘাট শহর সহ জেলাজুড়ে বিশাল পুলিশ মোতায়েন রয়েছে। যদিও বনধের আওতার বাইরে রাখা হয়েছে বিভিন্ন জরুরি পরিষেবা। তবে বনধ সমর্থনকারীদের দাবি, এদিন সকাল থেকেই সর্বাত্মকভাবে বনধ সফল হয়েছে।