মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল রাজস্থানের জয়পুর! এক আদিবাসী বিবাহিত তরুণীকে মারধর, বিবস্ত্র করে গোটা গ্রামে ঘোরানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাজস্থানের প্রতাপগড় জেলায়। ঘটনার ভিডিও প্রকাশ্য এসেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ । ভিডিওতে দেখা যাচ্ছে, ওই তরুণীকে বিবস্ত্র অবস্থায় গ্রামে ঘোরানো হচ্ছে। আর এই কাজে যুক্ত ওই তরুণীর স্বামী। তরুণী চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি বাঁচাতে। পুলিশ সূত্রে জানা গেছে ২১ বছরের বিবাহিত ওই তরুণীর সঙ্গে এক জনের বিবাহবহিবর্ভূত সম্পর্ক ছিল। তার জেরেই তরুণীকে এই ‘শাস্তি’ দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই তিন জনকে আটক করেছে। ঘটনার তদন্ত ও মূল অভিযুক্ত ছাড়াও আরও কয়েক জন অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের ৬ টা দল তল্লাশি চালাচ্ছে। যদিও ভিডিওর কথা জানাজানি হতেই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি দোষীদের কড়া শাস্তির নির্দেশ দিয়েছেন । রাজস্থান বিজেপি আবার এই ঘটনায় কংগ্রেসের দিকে আঙুল তুলেছে। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাজস্থানে রাষ্ট্রপতি শাসনের আর্জি জানিয়েছে বিজেপি।