দেশ

আদানি ইস্যুতে এসবিআই সদর দফতরে বিক্ষোভ তৃণমূল সাংসদদের

বুধবার সকালে তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ’ব্রায়েন দলের সাংসদদের সঙ্গে নিয়ে দিল্লির সংসদ ভবনের এসবিআই-এর সদর দফতরে বিক্ষোভ দেখাতে পৌঁছলেন। কিন্তু তৃণমূল সাংসদরা পৌঁছনোর আগেই সেখানে দিল্লি পুলিশের উর্দিধারীরা উপস্থিত। এরপর সেখানে তৃণমূল সাংসদরা পৌঁছলে তাঁদের বিক্ষোভ দেখাতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পাশাপাশি তৃণমূলের মহিলা সাংসদদের হেনস্থার অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। কিন্তু নিজেদের অবস্থানেই অনড় থাকেন তৃণমূল সাংসদরা। শান্তিপূর্ণভাবে বিক্ষোভের কথা জানালেও প্রথমে তাঁদের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু পরে আদানি ইস্যুতে মুখে কালো কাপড় বেঁধে, হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সাংসদরা। পাশাপাশি এদিন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাঁদের একাধিক অনুরোধ সত্ত্বেও দিল্লি পুলিশ তাঁদের কোনও কথা শোনেনি বলে অভিযোগ। উল্টে তাঁদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ ওঠে।