জেলা

শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা

শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা ৷ জানা গিয়েছে বাসভবন শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে তিনি শুক্রবার রথের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ৷ তমলুক ইসকন মন্দিরে সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে ৷ তবে অক্ষত রয়েছেন তিনি ৷ তাঁর দেহরক্ষীর গাড়িতে অপরদিক থেকে আসা একটি লরি এসে ধাক্কা মারে ৷ ঘাতক লরির চালক পলাতক। দুর্ঘটনায় শুভেন্দু অধিকারীর বেশ কয়েকজন দেহরক্ষী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।