দেশ

চাপের মুখে পিছু হটল কেন্দ্র, আশ্বাস মিলতেই ধর্মঘট প্রত্যাহার ট্রাক চালকদের

চাপের মুখে পিছু হটল মোদি সরকার। সুর নরম কেন্দ্রের! কেন্দ্র সরকারের তরফে আশ্বাস মিলতেই ধর্মঘট প্রত্যাহার করলেন ট্রাক চালকরা। ভারতীয় ন্যায় সংহিতার নয়া ‘হিট অ্যান্ড রান’ আইনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পথে নেমেছিলেন হাজার হাজার ট্রাক চালক। আইনের প্রতিবাদে বুধবার বিকেল ৫টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছিলেন ট্রাক চালকরা। তবে আগেই তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল।মঙ্গলবার রাতেই ট্রাক চালক সংগঠনগুলির তরফে জানানো হয়েছে, সমস্ত সমস্যার সমাধান হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে আমাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। এরপরই আমরা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। সরকার পদক্ষেপ না করলে ধর্মঘট লাগাতার করা হতে পারে, এমনটাই জানিয়েছিল অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। ফলে শুধু পেট্রল বা ডিজেল নয়, দেশজুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। দেশজুড়ে দীর্ঘ ট্রাফিক জ্যামে কার্যত অচল হয়ে পড়েছিল বহু সড়ক।তবে মঙ্গলবার রাতেই ট্রাক মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসে কেন্দ্রের প্রতিনিধি দল। এরপরই লাগাতার ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে আসে ট্রাকার্স অ্যাসোসিয়েশন। কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জানিয়েছেন, ‘হিট অ্যান্ড রান আইন’-এর ক্ষেত্রে ১০ বছরের সাজা দেওয়ার বিষয়টি নিয়ে অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। এই আইনটি এখনও কার্যকর করা হয়নি। অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করার পরই এটি প্রয়োগ করা হবে।