খেলা ফিফা বিশ্বকাপ ২০২২

ঐতিহাসিক জয়, ফ্রান্সকে ১-০ গোলে হারালো তিউনিশিয়া

ঐতিহাসিক জয় তিউনিশিয়ার। বুধবার এডুকেশন সিটি স্টেডিয়ামে ফ্রান্সকে ১-০ গোলে হারাল আফ্রিকার দেশ। ম্যাচের একমাত্র গোল ওয়াবি খাজরির। তবে বিশ্বচ্যাম্পিয়নদের হারের জন্য দায়ী কোচ দিদিয়ের দেশঁ।‌ বিশ্বমঞ্চে তাঁর পরীক্ষা-নিরীক্ষার জন্যই ডুবল ফ্রান্স। গ্রুপের প্রথম দুটো ম্যাচ জিতে বিশ্বকাপের প্রথম দল হিসেবে পরের রাউন্ডের ছাড়পত্র আগেই সংগ্রহ করেছিল ফ্রান্স। আজকে শুধু শীর্ষস্থান ধরে রাখার লড়াই ছিল। দলে কিছু পরিবর্তনের আশা ছিল। কিন্তু সবাইকে অবাক করে প্রথম একাদশের ন’জন ফুটবলারকে বদলে ফেলেন দিদিয়ের দেশঁ। সাধারণত বিশ্বকাপের মতো মঞ্চে এমন ঘটনা কমই ঘটে। এদিন রিজার্ভ বেঞ্চকে পরোখ করে নেওয়ার জন্য দলে সামান্য কয়েকটা পরিবর্তন করে নকআউট পর্বের মহড়া সেরে রাখতে পারতেন দেশঁ।‌‌ যা স্বাভাবিক ছিল। কিন্তু অস্বাভাবিক কাজ করে দলকে ডোবালেন ফ্রান্সের কোচ। পয়েন্টে টেবিলে এর প্রভাব না পড়লেও শেষ ষোলোর লড়াইয়ের আগে দলের ফুটবলারদের মানসিকতায় আঘাত করতেই পারে। এক কথায়, নিজের পায়ে কুড়ুল মারলেন দেশঁ। তবে কোনওভাবে তিউনিশিয়ার সাফল্যকে খাটো করা যাবে না। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর নজির গড়ে দেশে ফিরবেন তাঁরা।