কলকাতাঃ সম্পূর্ণ লকডাউনের ভেঙ্গে বেপরোয়া একটি গাড়িকে আটকাতে গিয়ে মারাত্মক জখন হলেন দুই পুলিস কর্মী। ঘটনাটি ঘটে শনিবার সকাল দশটা নাগাদ পরমা আইল্যালেন্ডর কাছে। জানা গিয়েছে, গাড়িতে দুই যুবক-যুবতী ছিলেন। গাড়িটি আম্বেদকর সেতু পার করে রুবির আসার সময় সেটিকে আটকানোর চেষ্টা করেন তিলজলা থানার ট্রাফিক গার্ডের এক কনস্টেবল। কিন্তু সেটি লেনের মধ্যে মুখ ঘুরিয়ে উল্টো দিকে আম্বেদকর সেতুর দিকে পালিয়ে যায়। কিন্তু সেখানে বাধা পেয়ে ফের ট্রাফিক গার্ডের ব্যারিকেডের কাছে ফিরে আসে। তখনই গাড়িটির সামনে পেছনে গার্ডরেল দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিস। এরপরই বেপরোয়া ওই গাড়ির চালক পুলিস কনস্টেবলকে ধাক্কা মেরে পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়।

এমনকী তাঁকে সাহায্য করতে এলে অন্য পুলিস কর্মীকেও ধাক্কা মারে গাড়িটি। সে সময় ঘটনা দেখে স্থানীয়রা এসে গাড়িটিকে ধরে ফেলে। গাড়ির চালককে মারধর করা হয়। ভাঙচুর করা হয় গাড়িটিও। বাইপাসের ধারে একটি হাসপাতালে ওই পুলিস কর্মীকে ভর্তি করা হয়। যদিও চিকিৎসার পর কিছু পরেই তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। ওই গাড়ির চালককে গ্রেপ্তার করেছে তিলজলা থানার পুলিস। শনিবার এক পুলিশ কর্মী জানিয়েছেন, লকডাউনে মদ্যপ অবস্থায় দুই যুবক ও এক যুবতী আইন ভাঙার চেষ্টা করছিলেন। ওই দুই যুবক ও এক যুবতিকে গ্রেফতার করেছে পুলিশ।


