কলকাতা: এবার বদলি হলেন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব । কলকাতা জোনের জয়েন্ট ডিরেক্টরকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছে । তিনি যুগ্ম অধিকর্তা (প্রশিক্ষাণ) হিসেবে কাজ করবেন সিবিআইয়ের সদর দপ্তরে । তবে এখনই তাঁর বদলে কাউকে পাঠানো হচ্ছে না কলকাতা জোনে । তিনি কলকাতা জোন এবং তিন নম্বর আর্থিক অপরাধ শাখার অতিরিক্ত দায়িত্বে রয়েছেন । মধ্যপ্রদেশ ক্যাডারের ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার পঙ্কজ শ্রীবাস্তব ৷ ২০১৮ সালে কলকাতা জোনের যুগ্ম অধিকর্তার দায়িত্ব পান । মূলত তাঁর নেতৃত্বে চলছিল সারদা, রোজভ্যালি সহ সব চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত । নারদাকাণ্ডের তদন্তে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি । গতবছর কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার পর রাজ্য সরকারের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চরমে ওঠে । তাঁর বাড়ি ঘিরে ফেলে কলকাতা পুলিশের একটি বড় দল । একটি প্রতারণা মামলায় নোটিশ পাঠানো হয় তাঁকে। তবে রাজনৈতিক মহলে জল্পনা, ২০২১-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ৷ তার আগে সক্রিয় হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআই।