আজ রাজস্থান ও মধ্যপ্রদেশে একাধিক বিমান দুর্ঘটনা। শনিবার রাজস্থানের ভরতপুরে আচমকা ভেঙে পড়ে একটি চার্টার্ড বিমান। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বিমানের পাইলট ও সহকারী পাইলটের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ভরতপুরের জেলাশাসক অলোক রঞ্জন জানান, আগ্রা থেকে বিমানটি উড়েছিল। একটি রেল স্টেশনের কাছে তা ভেঙে পড়ে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, মধ্যপ্রদেশেও এদিন দুর্ঘটনার কবলে বায়ুসেনার দুটি বিমান। মোরেনায় ভেঙে পড়ে সুখোই ৩০ ও মিরাজ ২০০০ যুদ্ধবিমান দুটি। অনুশীলন চলাকালীন দুর্ঘটনা বলে জানা গিয়েছে। উদ্ধারকাজে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা। দুর্ঘটনায় দুই বিমানের পাইলট আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।