তাপপ্রবাহের হাত থেকে কলকাতাবাসীকে স্বস্তি দিয়ে বৃষ্টি নেমেছে শহরের বুকে। কিন্তু বজ্রপাতের দরুণ ২ মহিলার জীবনও কেড়ে নিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। শুক্রবার বিকালে পূর্ব কলকাতার ধাপার মাঠে বজ্রপাতের দরুণ মৃত্যু হয়েছে ২ মহিলার। ঘটনার সময় তাঁরা মাঠে কাজ করছিলেন। আশেপাশে মাথা গোঁজার ঠাঁই বলতে কিছুই ছিল না। ঘটনায় মৃত দুই মহিলা হলেন পালানী মণ্ডল(২৪) ও কাজলা নস্কর(৫৮)। প্রথমজনের বাড়ি ভাঙড়ে, দ্বিতীয়জনের সোনারপুরে।