কলকাতা

কলকাতায় এবার উবার গ্রিন

কলকাতার এবার নয়া পালক। উবার এবার কলকাতায় ইলেকট্রিক ভেহিকেল পরিষেবা চালু করল। উবার গ্রিন পরিষেবা। কার্যত পরিবেশ বান্ধব পরিবহণের পথে এক ধাপ এগিয়ে গেল উবার। এর আগে স্ন্যাপ-ই ( Snap E) এই ধরনের পরিষেবা এনেছিল কলকাতায়। এবার উবারও এই ইলেকট্রিক গাড়ি পরিষেবা চালু করল মহানগরীতে। ছবি ওয়েস্টবেঙ্গল ইন্ডেক্স।  একেবারে পরিবেশ বান্ধব। কলকাতার বুকে বাড়তি দুষণ তৈরি করবে না এই গাড়ি। একদিকে পরিবেশ বান্ধব আর অন্যদিকে একেবারে স্মার্ট দেখতে। এককথায় কলকাতার সামগ্রিক পরিবহণের ক্ষেত্রে একেবারে নতুন দিশা দেখাবে এই গাড়ি। বাড়তি কার্বন দেবে না কলকাতার বাতাসে। পরিবেশকে সুরক্ষিত রাখবে। এই পরিষেবাকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন কলকাতাবাসী। উবার অ্যাপের মাধ্য়মে এই গাড়ি ভাড়া করা যাবে। আপাতত নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই গাড়ি যাতায়াত করবে।