উদ্ধবের ইস্তফার পরে শপথ নিয়েছেন শিন্ডে। তবু লড়াই থামছে না।এবার দলবিরোধী কাজের জন্য শিন্ডেকে শিবসেনার সমস্ত পদ থেকে বহিষ্কার করলেন উদ্ধব ঠাকরে।দলবিরোধী কাজের জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হল মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে এমনটাই জানিয়েছেন উদ্ধব। একটি চিঠিতে উদ্ধব ঠাকরে জানান, ‘দল-বিরোধী কাজকর্মে’ প্ররোচনা দিয়েছেন একনাথ শিন্ডে ৷ স্বাক্ষর করা ওই চিঠিতে উদ্ধব ঠাকরে লিখেছেন, “আমি শিবসেনা পক্ষ প্রমুখ (প্রধান) ৷ আমার ক্ষমতাবলে আমি আপনাকে দলীয় সংগঠনের শিবসেনা নেতার পদ থেকে বের করে দিচ্ছি ৷” যদিও শিণ্ডে শিবিরের দাবি, দলে সংখ্যালঘু উদ্ধব। ফলে তিনি এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না।