রুশ-ইউক্রেনের যুদ্ধ শুরুর পরেই কার্যত ভারসাম্যের খেলায় মেতেছে ভারতের বিদেশ মন্ত্রক। প্রাণঘাতী যুদ্ধে মোদি সরকার যাতে আর মস্কোর পাশে না দাঁড়ায় সেই আর্জি জানাতে আগামী সোমবার চার দিনের সফরে দিল্লি আসছেন ইউক্রেনের উপ বিদেশ মন্ত্রী এমিন জাপারোভা। গত বছরের ফেব্রুয়ারিতে রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পরে এই প্রথম ভোলদিমির জেলেনস্কির মন্ত্রিসভার কোনও সদস্য ভারত সফরে আসছেন। শনিবার বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রথমবার ভারত সফরে এসে মোদি সরকারের বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি ও উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিক্রম মিসরির সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের উপ বিদেশ মন্ত্রী। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত পরিকাঠামো পুনর্নিমাণে সহায়তাও চাইবেন জাপারোভা। কীভাবে রুশ সেনারা গত ১৪ মাস ধরে ইউক্রেনের নিরীহ নাগরিকদের গণহত্যায় মেতেছে সে সংক্রান্ত বেশ কিছু নথিপত্রও তুলে দিতে পারেন দিল্লির হাতে। ইউক্রেনের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই কিয়েভ সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধান। রুশ ধ্বংসলীলা নিজের চোখে দেখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কিয়েভ সফরের জন্য জাপারোভা আমন্ত্রণ জানাবেন বলে জানা গিয়েছে।