প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্য মৃত্যুর তদন্তে আজ ভবানী ভবনে জেরার জন্য ডাকা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কিন্তু দিনভর টানা কর্মসূচী থাকায় আজ ভবানী ভবনে যেতে পারবেন না বলে সিআইডিকে ই-মেল মারফত জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এই ঘটনায় তত্পর রাজ্যের গোয়েন্দারা। সূত্রের খবর, আজই হয়ত শুভেন্দুকে ফের জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠানো হবে সিআইডির তরফে। শুভেন্দু অধিকারীর শান্তিকুঞ্জের বাড়ির বাইরে পুলিশ ব্যারাকে আচমকাই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তাঁর নিরাপত্তারক্ষী। যদিও তখন তৃণমূলে ছিলেন শুভেন্দু। তাঁর নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়নি। অবশেষে প্রাক্তন নিরাপত্তারক্ষীর শুভব্রত চক্রবর্তীর স্ত্রীয়ের মামলার ভিত্তিতে রহস্যমৃত্যুর তদন্ত শুরু করে সিআইডি। পুলিশ ব্যারাক থেকে শুরু করে কাঁথি থানা কিংবা শুভব্রত’র সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে সিআইডির বিশেষ দল। জিজ্ঞাসাবাদ করা হয়েছে শুভব্রত চক্রবর্তীর স্ত্রীকেও। এরপর শুভেন্দুর গাড়ির চালক ও খোদ বিরোধী দলনেতাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিআইডি তত্পরতা শুরু করে। সেইমতোই এদিন সকাল ১১টায় শুভেন্দু অধিকারীকে ডাকা হয় ভবানী ভবনে। কিন্তুব ঠাসা কর্মসূচীর দোহাই দেখিয়ে এদিনের হাজিরা এড়িয়েছেন শুভেন্দু।
সিআইডি সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি একটি প্রশ্ন তালিকাও তৈরি করে রেখেছে। সকালেই ভবানী ভবনে পৌঁছে যান সিআইডি-র বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। তবে ১০টা নাগাদ ই-মেল পাঠিয়ে সিআইডি দফতরে যেতে পারছেন না বলে জানিয়ে দেন শুভেন্দু অধিকারী।