মিলল মোদি সরকারের সম্মতি। সেপ্টেম্বর মাসে স্পেন ও দুবাই সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, আগামী ১২ সেপ্টেম্বর স্পেনের উদ্দেশে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই হয়ে কলকাতায় ফিরবেন ২৩ সেপ্টেম্বর। বুধবার রাতে বিদেশ মন্ত্রকের তরফে এই ছাড়পত্র পেয়েছে নবান্ন। মূলত রাজ্যে লগ্নি আনতেই এই বিদেশ সফর মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে কর্মসংস্থান বাড়াতে বিদেশের শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার প্রথম সারির শিল্পপতিদের একটি প্রতিনিধি দল যাবে। সঙ্গে থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও শিল্প দপ্তরের একাধিক শীর্ষ কর্তারাও। স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেতে চান দলের মুখপাত্র কুণাল ঘোষ। অনুমতি নিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এদিকে কুণাল ঘোষের এই সফর ঘিরে আপত্তি তুলেছে সিবিআই। কেন এই আপত্তি, তা জানতে চেয়ে হলফনামা চেয়েছে আদালত। আগামী ৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।