নয়াদিল্লি: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাত্ ইউপিএসসি আজ সিভিল সার্ভিস পরীক্ষার ২০১৯-র ফলাফল ঘোষণা করেছে। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা ফলাফল সরকারী ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের মেধা অনুযায়ী নিয়োগের জন্য নির্বাচিত যারা প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে ভারতীয় প্রশাসনিক পরিষেবা, ভারতীয় বিদেশী পরিষেবা, ভারতীয় পুলিশ পরিষেবা, কেন্দ্রীয় পরিষেবা, গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’ ইত্যাদি রয়েছে। এবারের সিভিল সার্সিভ পরীক্ষায়, প্রদীপ সিং ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষা ২০১৯ এ শীর্ষস্থানে রয়েছেন। যতীন কিশোর দ্বিতীয় এবং প্রতিভা ভার্মা পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন। জেনারেল ক্যাটেগরির ৩০৪, ইডব্লিউএস ক্যাটেগরি থেকে ৭৮, ওবিসি থেকে ২৫১, এসসি থেকে ১২৯ এবং এসটি ক্যাটেগরি থেকে ৬৭ জন, মোট ৮২৯ জন প্রার্থী নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।