খেলা ফিফা বিশ্বকাপ ২০২২

ঘানাকে ২-০ গোলে হারিয়েও নকআউটে যাওয়া হল না উরুগুয়ের

ঘানার বিরুদ্ধে গোটা ম্যাচে দাপট দেখিয়ে ২-০ গোলে জিতেও নকআউটে যাওয়া হলো না উরুগুয়ের। দক্ষিণ কোরিয়া পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে দেওয়ায় একই পয়েন্ট ও গোল পার্থক্য থাকা সত্বেও, শুধু গোল দেওয়ার নিরিখে কোরিয়া এগিয়ে থাকায়, ছিটকে গেল দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে উরুগুয়ের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার সুয়ারেজের কান্নাই বুঝিয়ে দিল কাছে এসেও, দূরে চলে যাবার বেদনা। নক আউটে যেতে হলে ম্যাচটা জিততেই হত আলনসোর ছেলেদের। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উরুগুয়ে। ৯ মিনিটে পেলিস্ত্রি, ১৪ মিনিটে সুয়ারেজের পাস থেকে নুনেজের আক্রমণ দানা বাধেনি। ১৭ মিনিটে ঘানা প্রথম আক্রমণ করে। জর্ডন আইও থেকে বল পেয়ে আন্দ্রে আইওর শট উরুগুয়ের গোলকিপার রচেট বাঁচিয়ে দেন, কুডোস বলের নাগাল পাননি। এর মধ্যেই রচেট কুডোসকে ফেলে দিলে ভার পরীক্ষার পর পেনাল্টি পায় ঘানা। আন্দ্রে আইওর শট বাঁচিয়ে দেন রচেট। ১২ বছর আগে ঘানার গ্যানের পেনাল্টি মিসের ছবি তখন চোখে ভাসছিল ঘানা সমর্থকদের।