বিদেশ

আমেরিকাগামী এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ আকাশে বিপত্তি, অবতরণ রাশিয়ায়

শুক্রবার নয়াদিল্লি থেকে সান ফ্রান্সিস্কোর উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার এআই১৮৩ উড়ান। তবে মাঝ আকাশে বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। এর জেরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটিকে রাশিয়ার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, উড়ানটি শেষ পর্যন্ত ক্রাসনোইয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতণ করে।   জানা গিয়েছে, বিমানের কার্গো হোল্ডে সমস্যা দেখা দিয়েছিল বিমানে। মাঝ আকাশেই সেই সমস্যা চিহ্নিত করেছিলেন পাইলটরা। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে জরুরি অবস্থায় ঘুরিয়ে দেওয়া হয় রাশিয়ার দিকে। সেখানে বিমানটি অবতণ করে। বিমানে ২২৫ জন যাত্রী এবং ১৯ জন ক্রু সদস্য রয়েছেন। জানা গিয়েছে, সকলেই নিরাপদেই আছেন। এদিকে রাশিয়ার ক্রাসনোইয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় পক্ষের মাধ্যমে যাত্রীদের জন্যে বিভিন্ন বন্দোবস্ত করা হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। কারণ ক্রাসনোইয়ারস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার নিজেস্ব কোনও স্টাফ নেই। সেই বিমানবন্দরে উড়ান পরিষেবা প্রদান করে না এয়ার ইন্ডিয়া। তবে আমেরিকাগামী সেই বিমানের যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে নাকি বিশেষ নজর রাখা হচ্ছে।