বিদেশ

‘যুদ্ধ শেষ করা বা চালিয়ে যাওয়া সম্পূর্ণ জেলেনস্কির সিদ্ধান্ত’, তবে NATO’তে আসবে না ইউক্রেন, স্পষ্ট বার্তা মার্কিন প্রেসিডেন্টের 

যুদ্ধে শেষ করা বা চালিয়ে যাওয়া, সেই সিদ্ধান্ত নেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৷ তবে রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া ফেরত পাওয়া এবং ন্যাটো-তে যোগদানের স্বপ্ন, কোনওটাই পূরণ হবে না ৷ হোয়াইট হাউসের বৈঠকের কয়েক ঘণ্টা আগেই তা স্পষ্ট করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট-সহ ইউরোপের একাধিক দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক রয়েছে ট্রাম্পের ৷ গুরুত্বপূর্ণ সেই বৈঠকের ঠিক আগে রবিবার তাঁর ‘ট্রুথ সোশালে’ এই প্রসঙ্গে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ৷ লেখেন, “চাইলে রাশিয়ার সঙ্গে দীর্ঘ যুদ্ধে এখনই ইতি টানতে পারেন প্রেসিডেন্ট জেলেনস্কি ৷ আবার যুদ্ধ চালিয়েও যেতে পারেন ৷ তবে মনে রাখতে হবে যুদ্ধের শুরু কীভাবে হয়েছিল ৷” এরপর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে খোঁচা দিয়ে ইউক্রেনের উদ্দেশ্যে ট্রাম্পের স্পষ্ট বার্তা, “তবে ওবামার দেওয়া ক্রিমিয়া আর ফেরত পাবে না ইউক্রেন ৷ আর ন্যাটো-তেও ঢুকতে পারবে না তারা ৷ কিছু জিনিস অপরিবর্তনশীল ৷” ট্রাম্পের পোস্টের পরই আমেরিকায় তাঁর পৌঁছন সংবাদ নিশ্চিত করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন জেলেনস্কি ৷ সেখানে ক্রিমিয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি ৷ লেখেন, “ওয়াশিংটনে পৌঁছে গিয়েছি ৷ বৈঠকে আমন্ত্রণের জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই ৷ আমরা সকলে চাই, দ্রুত এই যুদ্ধ শেষ হয়ে শান্তি আসুক ৷ তবে আগের মতো নয় ৷ দেশের পূর্বে ডনবাস এবং ক্রিমিয়া ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ইউক্রেন ৷ নিত্য নতুন হামলা চালানোর জন্য পুতিন এলাকাগুলিকে ব্যবহার করছে ৷” এরপর দীর্ঘ পোস্টের শেষে তিনি লেখেন, “এই যুদ্ধ শুরু করে রাশিয়া ৷ সুতরাং, তাদেরকেই যুদ্ধে ইতি টানতে হবে ৷ আমার আশা ইউরোপীয় বন্ধু দেশগুলি এবং আমেরিকার যৌথ সাহায্যে রাশিয়াকে শান্তি স্থাপনে বাধ্য করা যেতে পারে ৷”