জনরোষের হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে আমেরিকায় রাজনৈতিক আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন ‘পলাতক’ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। কলম্বোর মার্কিন দূতাবাসে ভিসা চেয়ে আবেদনও জানিয়েছিলেন তিনি। কিন্তু দ্বীপরাষ্ট্রে আগুন জ্বালানোর নেপথ্য নায়ককে ভিসা দিতে রাজি হননি মার্কিন দূতাবাসের আধিকারিকরা। ফলে দেশ ছেড়ে পালিয়ে মার্কিন মুলুকে আশ্রয় নেওয়ার পরিকল্পনা ভেস্তে গিয়েছে গোতাবায়ার। জনরোষের হাত থেকে বাঁচতে গত শুক্রবার রাতেই সরকারি বাসভবন ছেড়ে পালিয়ে গিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। কিন্তু তাঁর অবস্থান নিয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।