দেশ

উত্তরপ্রদেশে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় বাস দুর্ঘটনা, মৃত ৫, জখম ১৫

বিয়ের অতিথি নিয়ে ফিরছিল বাস। মাঝ পথে অন্য এক গাড়ির সঙ্গে জোর সংঘর্ষ হয় বাসের। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। আহত ১৫ জনের বেশি। শনিবার রাতে উত্তরপ্রদেশের জালাউন জেলার মাধগড় পুলিশ স্টেশন এলাকায় ঘটেছে দুর্ঘটনাটি। পুলিশ সূত্রে খবর, ৪০ জন অতিথি নিয়ে বিয়ের অনুষ্ঠান থেকে রাতে ফিরছিল ওই বাসটি। মাঝ রাস্তায় এক গাড়ির সঙ্গে ধাক্কা লাগের বাসের। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং অ্যাম্বুলেন্স। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৪০ জন যাত্রীর মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। আহত ১৫ জনের চিকিৎসা চলছে। দুর্ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। রাতে যে গাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ হয় সেই গাড়ির খোঁজ এখনও মেলেনি।