দেশ

মুম্বইয়ে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

মুম্বই পেল আরও দুটো বন্দেভারত এক্সপ্রেস। এদিন মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে ট্রেন দু’টির যাত্রার শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন উত্তরপ্রদেশের লখনউয়ে আদিত্যনাথ যোগীর শিল্প সম্মেলনে যোগ দেওয়ার পরেই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন মোদি। বেলা ৩টে ৪০ মিনিট নাগাদ পৌঁছন মুম্বইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণৌ। বন্দো ভারত ফ্ল্যাগ অফ করে প্রধানমন্ত্রী জানান, এই বন্দে ভারতের মাধ্যমেই নব্য এবং দ্রুতগামী ভারতের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়। বলেন, “এই ধরনের আধুনিক ট্রেনই এখন ভারতকে পরিচালনা করছে। মেট্রোরেলের আরও শাখা-প্রশাখা তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে, নতুন বন্দর এবং নতুন বিমানবন্দর।”