দেশ

বিবিসিকে নিয়ে কোন নিষেধাজ্ঞা নয়, রায় শীর্ষ আদালতের

বিবিসির নির্মিত তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’ নিয়ে ইতিমধ্যেই দেশে-বিদেশে সর্বত্র বিতর্ক সৃষ্টি হয়েছে। কেন্দ্রের তরফ থেকে এই তথ্যচিত্র প্রদর্শনীতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তথ্যচিত্রই নয়, বিবিসিকেও  ভারতে পুরোপুরি নিষিদ্ধ করার জন্য সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল মামলা। আর সেই মামলা পরিপ্রেক্ষিতে আজ বিবিসিকে নিষেধাজ্ঞার আরজি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, বিবিসির নির্মিত তথ্যচিত্রটি নিয়ে বিতর্ক শুরু হবার পর কট্টরপন্থী হিন্দু সংগঠন ‘হিন্দুসেনা’ একটি জনস্বার্থ মামলা দায়ের করে সুপ্রিম কোর্টে। আবেদন করা হয়, যেন বিবিসিকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। শুধু তাই নয়, বলা হয় বিবিসি ভারতের ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য এ ধরনের তথ্যচিত্র তৈরি করেছে। এর পেছনে ষড়যন্ত্রের খোঁজ চালাতে এনআইএকে দিয়ে তদন্ত করানোর আর্জিও জানানো হয়। সেই মামলার রায়দান প্রসঙ্গে আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট জানানো হয়, তথ্যচিত্র নিয়ে ভ্রান্ত ধারণা পোষণ করা হচ্ছে। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এমএম সুন্দের্শের বেঞ্চের তরফ থেকে পাল্টা প্রশ্ন তোলা হয়, একটি তথ্যচিত্র কীভাবে দেশকে প্রভাবিত করতে পারে বলে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর বিবিসিকে নিয়ে চলা বিতর্কের কী এবার অবসান হবে কিনা সেটাই দেখার!