জেলা

আজ চিকিৎসক দিবসে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠান

আজ চিকিৎসক দিবস। পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কিংবদন্তী চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও একইসঙ্গে প্রয়াণ দিবস। চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে সরকারি ছুটির দিন বলে ঘোষণা করেছেন। রাজ্যজুড়ে প্রয়াত দিকপাল চিকিৎসককে সম্মান জানাতে আজ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে করোনা সংক্রমণ এড়িয়ে সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠানগুলি করাটাই এই পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন প্রয়াত দিকপাল চিকিৎসকের বাসভবন ও আইএমএ ভবনে তাঁর মূর্তিতে মাল্যদান এবং তারপর এনআরএস মেডিক্যাল কলেজে নানা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। শেষোক্ত অনুষ্ঠানে রাজ্যের কোভিড যোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়েছে। এদিকে ডব্লুবিডিএফ, এএইচএসডি, এসডিএফ সহ বিভিন্ন চিকিৎসক সংগঠন এই উপলক্ষে ডাক্তারদের ন্যায্য দাবিদাওয়া পূরণের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছে।