এবার থেকে আধারকার্ড আসল না নকল তা খতিয়ে দেখবে রাজ্য সরকারই। এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার সেখান থেকে সরে যাচ্ছে কেন্দ্রের হস্তক্ষেপ। রাজ্যের দীর্ঘদিনের দাবি কার্যত মেনেই নিল মোদি সরকার। আর এই সিদ্ধান্তের জেরেই বাংলার সংখ্যালঘু সমাজের মাথার ওপর ঝুলে থাকা খাঁড়া সরেও গেল। পাশাপাশি মতুয়া সমাজের মানুষও লাভের মুখ দেখতে চলেছেন তাঁদের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে। আর এই সবটাই হল রাজ্যের পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে। কেন্দ্র-রাজ্য বিরোধ এখন অতীত। বরঞ্চ কেন্দ্রের কাছে এখন ক্রমশ কদর বাড়ছে মমতার। মেনে নেওয়া হচ্ছে তাঁর বেশ কিছু দাবি যা তিনি দীর্ঘদিন ধরে করে আসছেন।