বিনোদন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী তবাসুম

মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেত্রী তবাসুম। চিকি‍ৎসকদের সমস্ত লড়াইকে ব্যর্থ করে দিয়ে রাত ৮ টা ৪০ মিনিট নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। প্রবীণ অভিনেত্রীর মৃত্যুর সংবাদে শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৪৭ সালে হিন্দি ছবি ‘নার্গিস’-এ শিশু শিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমেই রূপালী পর্দায় অভিষেক ঘটে তবাসুমের। এর পরে ‘মেরা সুরাগ’, ‘মঞ্জদার’, ‘’বড়ি বহেন’, ও ‘দিদার’ ছবিতে অভিনয় করেন। অল্প কয়েক বছরেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন বেবি তবসুম। সুপার-ডুপারহিট হিন্দি ছবি ‘বৈজু বাওরা’তে তিনি নায়িকা মীনা কুমারীর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৭২ সালে তিনি দূরদর্শনের সঙ্গে যুক্ত হন। জনপ্রিয় তারকাদের নিয়ে তাঁর অনুষ্ঠান ‘ফুল খিলে হ্যায় গুলশান গুলশান’ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। টানা ২২ বছর সম্প্রচারিত হয়েছিল ওই জনপ্রিয় টক শো।